নরেন্দ্র মোদি মুসলিম বিরোধী : জাকির নায়েক

আপডেট: ২৯ নভেম্বর ২০১৬ ১০:৩৮ পূর্বাহ্ন

modi

অনলাইন ডেস্ক ::
ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে নিষিদ্ধ করা একটি রাজনৈতিক সিদ্ধান্ত বলে মনে করেন ফাউন্ডেশনের কর্ণধার জাকির নায়েক।

এক বিবৃতিতে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘মুসলিম-বিরোধী’ বলেও সম্বোধন করেন। পিস টিভির কর্ণধার বলেন, তার সংস্থাকে ইংল্যান্ডের মত দেশেও নিষিদ্ধ ঘোষণা করা হয়নি।

কোনও দেশে তার সংস্থাকে নিষিদ্ধ করা মানে সেদেশে সংস্থার বই, সিডি, আলোচনা যাবতীয়কে নিষিদ্ধ ঘোষণা করা। আর এতেই বেজায় চটেছেন তিনি। তিনি জানান, যেখানে পৃথিবীর বিভিন্ন দেশে তার সংস্থাকে শান্তিরক্ষার গুরুত্বপূর্ণ পাথেয় হিসাবে মনে করে সেখানে তিনি নিজ দেশেই বঞ্চিত।

প্রসঙ্গত, গত কয়েকদিন আগে জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে তল্লাশি অভিযান চালায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। মুম্বাইয়ে জাকিরের সংস্থার ১০টি অফিস ও কয়েকটি বাড়িতে যৌথ অভিযান চালায় এনআইএ ও মুম্বাই পুলিশ। আর এ ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়িয়েছে।

সিটিজিসনা.কম/শিশির

Print This Post Print This Post