কবিতা : নবীর গোলামী

আপডেট: ৩ মার্চ ২০১৭ ১১:৩৪ পূর্বাহ্ন

444

নবীর গোলামী : এম সাইফুল ইসলাম নেজামী

নবীর গোলামীতে কেমন মজা
না মজিলে যাবেনা বুঝা,
যে স্বাদ আছে দ্বীনের খেদমতে
মিলবে কী তা বিশ্ব নেতৃত্বে?

গোলামীতে যার জীবনদান
শায়েখ রাজি তাঁর লক্ষ্য প্রধান,
মালিক তুষ্ট, তো ভয় কোথায়?
তোমার স্থান অনন্য উচ্চতায়!

মালিক চিনতে করোনাকো ভুল
বিপথে যেওনা হারিয়ে মূল,
আসল নকল দেখে চল
সত্য মিথ্যা ভেবে বল।

দুনিয়াতে শেষ নয়, আছে আখেরাত!
ধ্বংস হবেই একদিন মিছে আমিরাত!
বসুধায় বীরত্বের বড়াই করছ কত
বিচার দিনে সবার মাথা থাকবে নত!

গোলাম যদি হও গো নবীর
তোমার সম নাই কোন বীর!
নেতৃত্ব কর্তৃত্ব আধিপত্যে নয়
গোলামীতেই মিলবে চুড়ান্ত বিজয়!

চল করি দ্বীনের খেদমত
বৃথা যাবে এই মেহনত,
খোদার রাহে নেমে পর ময়দানে
জিন্দা নবী তো আছেই সামনে!

শিক্ষার্থী- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

Print This Post Print This Post