এসএ অয়েলের বিরুদ্ধে সাড়ে ২২ কোটি টাকা ঋণখেলাপী মামলা

আপডেট: ২১ অক্টোবর ২০১৮ ৬:২৬ অপরাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম:
চট্টগ্রামের এস এ অয়েল কোম্পানী লিমিটেডের বিরুদ্ধে সাড়ে ২২ কোটি টাকা অনাদায়ে মামলা দায়ের করে বাংলাদেশ কমার্স ব্যাংক আগ্রাবাদ শাখা। ব্যাংকটির শাখা প্রধান ও জোনাল হেড (এসএভিপি) মোহাম্মদ বেলাল কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহনেওয়াজ (ক্রেডিট ইন চার্জ) বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

আজ রবিবার দুপুরে চট্টগ্রামের অর্থ ঋণ আদালতের বিচারক সুরাইয়া সাহার আদালতে মামলাটি দায়ের হয়। বিচারক আগামী ১১ নভেম্বর মামলার পরবর্তী দিন ধার্য্য করেন।

বিষযটি নিশ্চিত করেছেন- বাদী পক্ষের মামলা পরিচালনাকারী অ্যডভোকেট জিয়া হাবীব আহ্সান ও অ্যডভোকেট মো. সাইফুদ্দিন খালেদ।

অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান জানান, কমার্স ব্যাংক লিঃ আগ্রাবাদ শাখার প্রধান ক্রুড সয়াবিন অয়েল আমদানির জন্য ঋণ গ্রহণ পূর্বক যথাসময়ে ঋণের অর্থ ফেরত না দেওয়ায় প্রতিষ্ঠানটি খেলাফী হয়। এস এ অয়েলের এম ডি, সাহাবুদ্দিন আলম ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইয়াসমিন আলমকেও মামলায় বিবাদী করা হয়। ইতিমধ্যে তাদের বিরুদ্দে বিসিবিএল আগ্রাবাদ শাখা কর্তৃক ১৫ কোটি ও ৫২ লক্ষ টাকার ২টি চেক প্রতারনার মামলাও দায়ের হয় বলে জানান অ্যাডভোকেট।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post